নিজস্ব প্রতিবেদক: কিশোর নজরুল রচিত কিশোর উপন্যাস ‘আলোর মেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জঙ্গলবাড়ি মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মোক্তার হোসেনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম এবং গ্রন্থের পর্যালোচনা করেন কবি শাহজাহান কবীর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (বিসিএসআইআর) কবি শরীফ খান দীপ, সুবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালেক, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম, জঙ্গলবাড়ি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রঞ্জন ভৌমিক, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা খায়রুন্নেসা নাছরিন, গ্রন্থের রচয়িতা মো. নজরুল ইসলাম খান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ছাত্র কুতুবুল আলম ফেরদৌস, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. তাওহীদুল ইসলাম পারিব, জঙ্গলবাড়ি মহিলা কলেজের ছাত্রী এমা আক্তার শিমু, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনোভা তাবাসসুম তূর্ণা প্রমুখ।
অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে উপন্যাসটির শুভেচ্ছা সংখ্যা দেওয়া হয়।
উপন্যাসটির লেখক কিশোর নজরুলের প্রকৃত নাম মো. নজরুল ইসলাম খান। তার জন্ম ১৯৬৯ সনে। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ (মাস্টারবাড়ি) এলাকার মো. আশরাফ আলী খান ও আবেদা খাতুন মমতা দম্পতির ছেলে।
শৈশব কেটেছে তার গ্রামের বাড়িতে। মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়েন। পরে কিশোরগঞ্জ শহরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৫ সনে মাধ্যমিক, গুরুদয়াল সরকারি কলেজ থেকে ১৯৮৭ সনে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭-৮৮ ব্যাচে গণিতে সম্মান এবং ১৯৯১ সনে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন শুরু ১৯৯৭ সনে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মসূচি সংগঠক পদে। ব্র্যাকে ৯ মাস ফেনী ও লক্ষ্মীপুর জেলায় কাজ করার পর বিআরসি-১৯৯৮ নিয়োগ পরীক্ষায় অফিসার (সাধারণ) পদে জনতা ব্যাংকে যোগদান করেন। জনতা ব্যাংকে দুই বছর সিলেট জেলায় কাজ করেন তিনি। পরে বিআরসি-২০০০ নিয়োগ পক্রিয়ায় সিনিয়র অফিসার পদে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন। বর্তমানে এ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত আছেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘আইনগত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’ ২০২১ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়।