হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে স্থানীয় মধ্য বাজার দুধ মহাল এলাকায় ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে হোসেনপুর পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান হলেন জহিরুল ইসলাম নুরু মিয়া। সদস্যরা হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, মিছবাহ উদ্দিন হেলাল, মো. আতাউল বারী, এম এ হালিম, খাইরুল ইসলাম আরজু, শফিকুল ইসলাম মানিক, প্রদীপ কুমার সরকার, মো. কাজল মিয়া, রাইসুল হাসান কেনেডি, মোস্তাফিজুর রহমান মোবারিছ, খলিলুর রহমান এংরাজ ও মো. রবি হোসেন।
আপনার মন্তব্য করুন