ঢাকাTuesday , 8 February 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনার ৯ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

প্রতিবেদক
-
February 8, 2022 9:26 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন  সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন সাধারণ সদস্য পদে ২৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এখানে এবার দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ইটনা সদর ইউনিয়নে মো. সোহাগ মিয়া (চশমা) ৫ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. উমর ফারুক (অটোরিকশা) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট।  চৌগাংগা ইউনিয়নে মো. ছাইফুল ইসলাম (ঢোল) ২ হাজার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ (চশমা) পেয়েছেন ১ হাজার ৮৮২ ভোট। এলংজুরী ইউনিয়নে রুবেল মিয়া (মোটরসাইকেল) ২ হাজার ৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাই (দুটি পাতা) পেয়েছেন ১ হাজার ৮২২ ভোট। মৃগা ইউনিয়নে মো. দারুল ইসলাম (ঘোড়া) ৪ হাজার ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম (আনারস) পেয়েছেন ৩ হাজার ২৩৩ ভোট। জয়সিদ্ধি ইউনিয়নে মো. মনির উদ্দিন (চশমা) ৪ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরু মিয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট। বাদলা ইউনিয়নে মো. আদিলুজ্জামান ভূঞা (আনারস) ৪ হাজার ৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান (চশমা) পেয়েছেন ৩ হাজার ৭৭৮ ভোট। বড়িবাড়ি ইউনিয়নে মো. আবদুছ ছাত্তার (আনারস) ১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারিছ উদ্দিন (অটোরিকশা) পেয়েছেন ১ হাজার ৫৪৩ ভোট। ধনপুর ইউনিয়নে প্রদীপ কুমার দাস (ঘোড়া) ৩ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হর নাথ দাস (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট এবং রায়টুটী ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক খান মিল্কী (ঘোড়া) ৫ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়ছুল কবীর মনোয়ার হুসেন মিলকী (আনারস) পেয়েছেন ৪ হাজার ১৭৩ ভোট।

আপনার মন্তব্য করুন