নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘দাম কমাও-জান বাঁচাও’ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশি হিসেবে আজ বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
বেলা ১১টায় জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, নূরুল হুদা দুলাল প্রমুখ।
বক্তারা তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান। তারা আরও বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এ দাবিতে রাজপথে নামার আহ্বান জানান জনতাকে।