ঢাকাSaturday , 19 February 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ১০ ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে ‘আমরা একাত্তর’

প্রতিবেদক
-
February 19, 2022 1:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের প্রয়াত ১০ জন ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে ‘আমরা একাত্তর’ নামক একটি সংগঠন। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন আশরাফুদ্দিন আহম্মদ, মিছির উদ্দীন আহমেদ, এ. বি মহিউদ্দিন, গঙ্গেশ সরকার, মু. আবু সিদ্দীক, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, আমিনুল হক, এডভোকেট এম. এ মতিন ও হায়দার আলী।

আমরা একাত্তর এর কিশোরগঞ্জের সংগঠক এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষাসৈনিকের সন্তান অধ্যক্ষ শরীফ সাদী, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, রবীন্দ্র সরকার, আসাদুজ্জামান জুয়েল, আহমেদুল কবীর মামুন প্রমুখ।

আমরা একাত্তর এর সংগঠক এডভোকেট অশোক সরকার জানান, আজ শনিবার দেশের ৫৩ টি জেলায় একযোগে আমরা একাত্তর সংগঠনের উদ্যোগে ভাষাসৈনিকদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তিনি প্রতি জেলায় সরকারি ব্যবস্থাপনায় ভাষাসৈনিকদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

আপনার মন্তব্য করুন