হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে টিকা কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা–কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
আজ শনিবার দুপুরে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পুলিশ পরির্শদক (তদন্ত) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম. এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, পৌরসভার কাউন্সিলর মো. কাজল মিয়া প্রমুখ।
কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন টিকা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                