নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৭০০ পিস ইয়াবাসহ বুরহান উদ্দিন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, ভৈরবের আকবর নগর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে র্যাব দুপর ১টার দিকে আকবর নগর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা করার সময় দুপুর ২টার দিকে চেকপোস্ট দেখে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পিছু নিয়ে র্যাবের দলটি তাকে ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে তার নাম বুরহান উদ্দিন বলে জানান। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের লোনাবাইদ গ্রামের মৃত শামছুল হক ভূইয়ার ছেলে। তল্লাশি করে তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার বুরহানকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।