ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ছাত্রদের মিছিলে হামলার দুই আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ৯, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও ভৈরব থানা পুলিশের যৌথ একটি দল। বুধবার সকালে ভৈরবের পৃথক দুটি স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন ভৈরবের কালীপুর গ্রামের এলু মিয়ার ছেলে কবির হোসেন (৫২) ও একই গ্রামের সৈয়দ মিয়ার ছেলে মুরশিদ (৪৫)।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় এবং বিকাল ৪টার দিকে ভৈরবের কমলপুর এলাকায় গ্রেফতার দুজনসহ অন্যান্যরা রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোলবোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রদের মিছিলে হামলা করে। এ বিষয়ে মামুন মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল বুধবার সকাল ৯টার দিকে ভৈরব ফেরিঘাট থেকে কবির হোসেনকে এবং কালীপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মুরশিদকে গ্রেফতার করে।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  

পরে তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন