করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে সৌরভ হোসেন বাবু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত সৌরভ হোসেন বাবু জঙ্গলবাড়ি গ্রামের শহীদুল ইসলাম শহীদের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাতে জানান, বিগত ছয় মাস যাবত একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাগরসহ কয়েক যুবকের সাথে সৌরভ হোসেন বাবুর ঝামেলা চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একবার মারামারির ঘটনাও ঘটে। এর জের ধরে শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে সৌরভ হোসেন বাবুকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।