ঢাকাWednesday , 17 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীর ধনু নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
August 17, 2022 7:34 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাফায়েত নামে পাঁচ বছরের এক শিশু মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাফায়েত সিংপুর ইউনিয়নের বড়হাটি গ্রামের মজলু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের ধনু নদীতে গোসল করতে যায় শিশু সাফায়েত। এক পর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। ঘটনার পর প্রথমে শিশু সাফায়েতের পরিবারের লোকজন ও এলাকাবাসী নদীতে উদ্ধার অভিযান চালায়। তারা শিশু সাফায়েতকে উদ্ধারের ব্যর্থ হয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘন্টার অভিযানে শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আপনার মন্তব্য করুন