ঢাকাFriday , 9 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডরোধে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক তৎপরতা

প্রতিবেদক
-
December 9, 2022 9:43 pm
Link Copied!

সাইফউদ্দীন আহমেদ লেনিন: জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডরোধে কিশোরগঞ্জ জেলা পুলিশ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

সফলভাবে এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার এলাকাভিত্তিক দায়িত্ব পালন করছেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন পয়েন্টে ব্লক রেইড অভিযান, চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম জোরালোভাবে চালিয়ে যাচ্ছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় ভৈরব, কুলিয়ারচর ও বাজিতর থানা এলাকায় দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, পাকুন্দিয়া ও নিকলী থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন হোসাইন রয়েছেন কিশোরগঞ্জ সদর, তাড়াইল ও করিমগঞ্জ থানা এলাকায়, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার হোসেনপুর ও কটিয়াদী থানা এলাকায় এবং সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা থানা এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডরোধের পাশাপাশি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো কিশোরগঞ্জকে। জেলা পুলিশের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

পুলিশ সুপার জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কিশোরগঞ্জ জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, যে কোনো অপতৎপরতা এড়াতে পরোয়ানাভূক্ত আসামিসহ নজরদারিতে রয়েছে বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড। বহিরাগতদের তৎপরতার বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এছাড়া পুলিশের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন প্রবেশপথ ছাড়াও আশেপাশের এলাকায় বাড়তি সতর্কতা এবং তল্লাশি চালাতে দেখা গেছে।

জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জেলার বিভিন্ন পয়েন্টে ব্লক রেইড, চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রমের মধ্য দিয়ে চলছে এসব অভিযান। গত ৮ দিনে এসব অভিযানে মামলা হয়েছে ৬৮ টি, গ্রেফতার ২৩০ জন, ওয়ারেন্ট ২৪৯ টি। উদ্ধার হয়েছে ১৮৭০ পিছ ইয়াবা ও সাড়ে ৪১ কেজি গাঁজা।

 

আপনার মন্তব্য করুন