ঢাকাSaturday , 28 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

প্রতিবেদক
-
January 28, 2023 3:27 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে ঘটনায় ছেলে ইন্দ্রজিত দাসকে (৪৫) আটক করেছে পুলিশ

শনিবার সকাল টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মনমোহিনী দাস (৭০) নামে নারীর মৃত্যু হয়।

মনমোহিনী দাস গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী।

গোবিন্দপুর বড়হাটি গ্রামের নিহতের প্রতিবেশি মনুজিৎ দাস জানান, ইন্দ্রজিত দাস দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। আজ সকালে তার মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করেন ইন্দ্রজিত। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ছেলে ইন্দ্রজিত দাসকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য করুন