ঢাকাMonday , 30 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

প্রতিবেদক
-
January 30, 2023 8:40 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে আল মামুন (২৫) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল- ইসলাম এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত যুবক আল মামুন হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার আব্দুর রাশিদের ছেলে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, পশ্চিম দ্বীপেশ্বর কুলেশ্বরী মন্দিরের পাশে শ্মশানঘাটে মাদক সেবন করছিলেন আল মামুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল- ইসলাম, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, এসআই শাহীন মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। আটক আল মামুন মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।

পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আপনার মন্তব্য করুন