মিঠামইন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী (৫৮) আর নেই। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর মিঠামইন উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাজা এবং ইসলামপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
ছাত্রজীবনে ছাত্র লীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। দলের দুঃসময়ে রাজপথে ছিলেন সক্রিয়, কখনও আদর্শচ্যুত হননি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মন্তব্য করুন