ঢাকাTuesday , 14 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

প্রতিবেদক
-
February 14, 2023 7:41 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মোবাইল ফোন চুরি হওয়ায় ক্ষোভে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছেমতো গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি। সোমবার (১৩ ফেবু্রুয়ারি) ২৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ ফেবু্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও গ্রামে।

মঙ্গলবার (১৪ ফেবু্রুয়ারি) এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. মানিক চাঁন মিয়ার মোবাইল ফেনে ফয়েজ মিয়া সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৯ দিন আগে তার ঘর থেকে একটি এনড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়ে যায়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরীব মানুষ সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছে মতো গালিগালাজ করেছি। মোবাইল দুটি হারিয়ে আমি কী করেছি, তা আমি বলতে পারবো না। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও চেষ্টা করছি।

আপনার মন্তব্য করুন