হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধকল্পে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে উপস্থিত হন। সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং থেকে দূরে থাকার আহ্বান জানান ওসি। এ সংক্রান্ত সমস্যায় থানায় যোগাযোগ করার জন্যও তিনি পরামর্শ দেন।
শিক্ষার্থীরা ওসির বক্তব্যের সাথে একমত পোষণ করে অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল হক, সিনিয়র শিক্ষক মিছবাহ উদ্দিন মানিক, মোহাম্মদ আলী, আজহারুল ইসলাম ফরিদ, আফাজ উদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন