ঢাকাTuesday , 21 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে জনতার ঢল

প্রতিবেদক
-
February 21, 2023 11:24 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা মহান শহিদ দিবস উদযাপন করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রিয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সব শ্রেণি পেশার মানুষ।

প্রথম প্রহরে ফুল হাতে শহিদ মিনারে জনতার ঢল নামে। প্রথমে কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গুরুদয়াল সরকারি কলেজ, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভোর বেলায় প্রভাতফেরি করে বিভিন্ন সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আপনার মন্তব্য করুন