নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোরে ভৈরবের নাটালের মোড়ে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, নাটালের মোড়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে চারটি বান্ডিলে স্কচটেপ দিয়ে মোড়ানো ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ এবং চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলা সদরের লুকরা ইউনিয়নের আশেরা ফান্ডাইল গ্রামের শিশু মিয়ার ছেলে রিপন মিয়া (৩২), মৃত গুলজার মিয়ার ছেলে রূপন মিয়া (৩৯), ফারুক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও সাজ্জাদ নূর মিয়ার ছেলে ফালান মিয়া (২৪)।
র্যাবের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।