হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্ব্বোচ শিক্ষক উপস্থিতি ও স্টুডেন্ট অব দ্যা ইয়ার সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তার শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম. এ হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না প্রমুখ।
স্টুটেন্ড অব দ্য ইয়ার-২০২২ নির্বাচিত হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী অপ্সরা দাস অস্মি এবং মেধা পুরস্কার পেয়েছে ২য় শ্রেণির ছাত্রী আয়েশা আনাছ ঈশা, ৩য় শ্রেণির ছাত্র শাহরিয়ার সাদাফ আলফি, ৪র্থ শ্রণির ছাত্রী ফাইজা রহমান ইভা ও ৫ম শ্রেণির ছাত্রী ফাহমিদা বিনতে মিজান।
সর্বোচ্চ শিক্ষক উপস্থিতির কারণে সংবর্ধিত হয়েছেন সহকারী শিক্ষক রত্না রাণী পাল ও আছিয়া আক্তার।