নিজস্ব প্রতিবেদক: আগস্ট বাঙালির শোকের মাস। ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা হারিয়েছিলাম জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। মাসব্যাপী পালিত হবে নানা কর্মসূচি। বঙ্গবন্ধুকে যেমন শ্রদ্ধা ও অবনতচিত্তে জাতি স্মরণ করবে, তেমনি ক্ষোভ আর ঘৃণার ভাষা উচ্চারিত হবে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও ঘাতকদের প্রতি।
বঙ্গবন্ধুর এক অঙ্গুলির ইশারায় কম্পন উঠেছিল পাকিস্তানি শাসকদের লৌহকঠিন হৃদয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বের দৃঢ়তায় ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি জাতি। অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। শোষক আর শোষিতের মাঝে দাঁড়িয়ে বঙ্গবন্ধুই বলেছিলেন, “আমি শোষিতের পক্ষে।” বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতাই নন, তিনি বিশ্বের নিপীড়িত জাতিসমূহেরও অকৃত্রিম বন্ধু। ঘাতক কুলাঙ্গারের দল বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেনি। আর তাই আজও বাংলার আকাশে বাতাসে তারই জয়ধ্বনি শুনি।
বঙ্গবন্ধু অজেয়, মৃত্যুহীন। ইতিহাস থেকে বাংলা ও বাঙালির বঙ্গবন্ধুকে কেউ মুছে ফেলতে পারবেনা।