নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরবের পঞ্চবটি পুকুর পাড় এলাকায় অভিযানটি চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এনামুল মিয়া (১৯) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ভৈরবের পঞ্চবটি এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন