নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত পেশকার কিশোরগঞ্জ শহরের হারুয়া নিবাসী মো. হেলাল উদ্দিন খান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ২টার দিকে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
তিনি এক মেয়ে, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর পাগলা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পাগলা মসজিদ গোরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন