ঢাকাMonday , 11 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ৪৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
September 11, 2023 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার সকাল ৮ টার দিকে অভিযানটি চালায়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভৈরবপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় রেজিস্ট্রেশন নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। পরে পিকআপ ট্রাকের চালক সাইফুল ইসলাম সাগর (২৮) ও ট্রাকের আরোহী বিল্লালকে (১৯) কৌশলে নিজেদের হেফাজতে নেয় ডিবি। জিজ্ঞাসাবাদে তারা তাদের দখলে গাঁজা থাকার বিষয়টি স্বীকার ও তাদের নাম-পরিচয় প্রকাশ করেন। পরে পিকআপ ট্রাকের ভিতর ত্রিপল দিয়ে ঢাকা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে।

ট্রাকের চালক সাইফুল ইসলাম সাগর ভৈরব চণ্ডিবের উত্তরপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে এবং বিল্লাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলতলী গ্রামের জলফু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন।

এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন