নিজস্ব প্রতিবেদক: মাছের ড্রামে মিলেছে ২০ কেজি গাঁজা। পিকআপে করে এই গাঁজা নেওয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজার এই চালানসহ সোহেল রানা (২৬) নামে একজনকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযানটি চালায়। তারা একটি পিকআপ তল্লাশি করে ১৯ টি মাছের ড্রামের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় গ্রেফতার করা হয় সোহেল রানাকে। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার সোহেল রানাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসা পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।