নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে ঢাকা বিভাগের সাংবাদিকদের জন্য নির্বাচন বিষয়ক তিনদিনের রিপোর্টিং প্রশিক্ষণ (আবাসিক) শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।
সমাপনী দিনে সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং প্রধান অতিথি ছিলেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা। এ সময় পিআইবির প্রশিক্ষক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের শেষদিন সাংবাদিকতার আচরণবিধি ও নীতি নৈতিকতা বিষয়ে আলোচনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়া অনুসন্ধানী-ব্যাখ্যামূলক প্রতিবেদন ও চ্যালেঞ্জ : জঙ্গিবাদ, রাজনৈতিক-নির্বাচনী সহিংসতা, প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক অবস্থা নিয়ে আলোচনা করেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা এবং সংবিধানের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন, তুলনামূলক পর্যালোচনা বিষয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান।
দ্বিতীয়দিন অংশগ্রহণমূলক নির্বাচন, চ্যালেঞ্জ, গণমাধ্যম ও স্মার্টকার্ড যুগ ও ভবিষ্যত এবং তথ্য অধিকার আইন, নীতিমালা, আচরণ বিধিমালা ও গণমাধ্যমের সুযোগ-সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান। গণমাধ্যম ও ফ্যাক্টচেক বিষয়ে আলোচনা করেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন। একইদিন আরপিও, দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা এবং নির্বাচন পরিচালনা, ইসির সক্ষমতা, প্রশাসন-পুলিশসহ মাঠ কর্মকর্তাদের দক্ষতা, ভোটে প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক।
প্রশিক্ষণের প্রথমদিন রবিবার নির্বাচন রিপোর্টিং এর ধারণা ও কৌশল সম্পর্কে আলোচনা করেন টিবিএন ২৪ টিভির চিফ এডিটর নাজমুল আশরাফ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।
তিনদিনের প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক মো. শাহ আলম।
ঢাকা বিভাগের ২৮ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন।