ঢাকাWednesday , 25 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনের চালকসহ তিনজনকে আসামি করে মামলা

প্রতিবেদক
-
October 25, 2023 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনজনের বিরুদ্ধ মামলা হয়েছে। আসামিরা হলেন মালবাহী ট্রেনটির লোকোমাস্টার (চালক) জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান পরিচালক (গার্ড) মো. আলমগীর এছাড়া ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

অবহেলাজনিত হত্যার অভিযোগ (ধারা ৩০৪) এনে বুধবার ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল মিয়া।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের আমলাপাড়ায় থাকতেন নজরুল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতি আর তাচ্ছিল্য ছিল বলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন দুর্ঘটনা ঘটতো না। এত মানুষের ক্ষতিও হতো না।

মামলার বাদী বিল্লাল মিয়া বলেন, আমি আমার ভাইকে হারিয়েছি। অনেকে পরিবারের উপার্জনের একমাত্র সদস্যদের হারিয়েছেন। আমরা কেউ কোনো কিছুর বিনিময়ে তাদের আর ফিরে পাবো না। কিছু মানুষের খামখেয়ালির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। কোনো দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হয় না মন্তব্য করে তিনি বলেন, শাস্তি হয় না বলেই অবহেলা বাড়ছে। শাস্তির আওতায় আনার জন্যই মামলাটি করেছেন বলে জানান বিল্লাল।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে  এসআই নাজিউর রহমানকে

উল্লেখ্য, গত সোমবার ভৈরব রেলওয়ে জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় আন্তনগর এগারসিন্দুর (গোধুলী) ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর ট্রেনের ১৮ জন যাত্রী নিহত ও আহত হন শতাধিক।

এ ঘটনায় মালবাহী ট্রেনটির লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনার মন্তব্য করুন