অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মব সৃষ্টি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি ও ভীতি প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন মঙ্গলবার বেলা ১১ টায় এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অষ্টগ্রাম বাজার ঘুরে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়।
নানা স্লোগানে মিছিলকে মুখরিত করে তুলেন নেতাকর্মীরা। “ফজলু ভাইয়ের ভয় নাই পাশে আছি লাখো ভাই, মুক্তিযোদ্ধা ফজলু ভাই আমরা তোমায় ভুলি নাই, মব সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দেন তারা।
মিছিল শেষে জামতলী মোড়ে আয়েজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, সহ সভাপতি জাকির হোসেন সফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী রহমান খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাবেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক, কাস্তুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোয়াব হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার।