নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ভার্চুয়ালী কিশোরগঞ্জসহ দেশের আটটি জেলার অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান মোল্লা, চালকল মালিক ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালী কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান মোল্লা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ মৌসুমে জেলায় আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫১০ মেট্রিক টন এবং সংগ্রহ মূল্য প্রতিকেজি ৪৪ টাকা। এছাড়া আমন ধানের লক্ষ্যমাত্রা ২৮০৩ মেট্রিক টন এবং সংগ্রহ মূল্য প্রতিকেজি ৩০ টাকা।
আমন সংগ্রহের জন্য জেলার ৪৫ টি চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে ১২ টি অটোমেটিক মিল ও ৩৩ টি হাস্কিং মিল। অ্যাপস এর মাধ্যমে জেলার ৮টি উপজেলা থেকে ধান ক্রয় করা হবে। উপজেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর, ভৈরব, বাজিতপুর, পাকুন্দিয়া, করিমগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী ও তাড়াইল। বাকি উপজেলাগুলোতে কৃষি অফিসের সরবরহাকৃত তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, যারা চালের দাম বৃদ্ধি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষকরা যেন হয়রানীর শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্টদেরকে হুশিয়ার করে দেন মন্ত্রী।