হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে। অথচ ভরা বর্ষায়ও নদ–নদী,খালে–বিলে পর্যাপ্ত পানি নেই। পানির অভাবে কাঁচা পাট জাগ দিতে পারছেনা কৃষক। এমন বেহাল অবস্থা এখন কিশোরগঞ্জের হোসেনপুরে।
কৃষকরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় পাটের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু পানির অভাবে কাঁচা পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন তারা।
ব্রহ্মপুত্র নদ ও নরসুন্দা নদীর তীরবেষ্টিত হওয়ায় এখানকার কৃষকরা যুগ যুগ ধরে পাট চাষ করে আসছেন। কিন্তু এ বছর নদ–নদী, খাল বিল ও ডোবাতে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় পাট জাগ দিতে পারছেননা চাষীরা।
হোসেনপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি। এর মধ্যে এক হাজার ৫০০ হেক্টর জমিতে দেশীয় তোষা জাত রয়েছে। গত বছর পাটের দাম বেশি থাকায় এ বছর পাট চাষে আগ্রহ বাড়ে চাষীদের। কিন্তু একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৃষ্টি কম থাকায় জমিতেই শুকাচ্ছে কর্তনকৃত পাট গাছ। ফলে পাট মাড়াই ও ন্যায্য মূল্যে বিক্রয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পাট চাষীরা। চর বিশ্বনাথপুর গ্রামের পাট চাষী হাসেন মিয়া জানান, ৮০ শতক জমির কাঁচা পাট গাড়ি ভাড়া করে অনেক দূরে নিয়ে জাগ দিয়েছি। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, যেহেতু এবছর বৃষ্টির পরিমাণ কম, তাই চাষীদের সুবিধার্থে সেচ ব্যবস্থা চালু করে দ্রুত কাঁচা পাট জাগ দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে চাষীদের খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান।