নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ফারহান হাসান জয় (২০) হত্যায় একজনকে আটক করেছে পুলিশ। আটক মারুফ ইবনে আজহার মাহিম (২১) শহরের হারুয়া মানিক ফকিরের গলির আজহারুল হক বকুলের ছেলে।
শুক্রবার ভোরে সদর উপজেলার বৌলাই এলাকায় মাহিমকে তার নানার বাড়ি থেকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর কলেজ-ফিসারী লিংক রোডে জয়কে ছুরিকাঘাত করে তার বন্ধুরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয় শহরের হারুয়া মানিক ফকিরের গলি এলাকার জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ও মাহিম পরস্পর বন্ধু। কিছুদিন আগে মাহিমের একটি মোবাইল ফোন নেয় জয়। পরে আর ফেরত দেয়নি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর জয় ও মাহিমসহ কয়েকজন বন্ধু মিলে কলেজ-ফিসারী লিংক রোড এলাকায় আড্ডা দেয়। এ সময় মোবাইল ফোনের বিষয় নিয়ে জয়ের সাথে মাহিমের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জয়কে উপর্যুপরী ছুরিকাঘাত করে বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জয়কে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহে রেফার্ড করেন। রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জয়ের মৃত্যুর খবরে জয়ের পক্ষের লোকজন রাতে হারুয়া মানিক ফকিরের গলির মাহিমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। ভোরের দিকে বৌলাই এলাকায় মাহিমকে তার নানার বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।