করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
শুক্রবার বিকাল ৩টার দিকে করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, আসাদুজ্জামান সোনা মিয়া জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
শোক
আসাদুজ্জামান সোনা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এমরান আলী ভূইয়া ও কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।