নিজস্ব প্রতিবেদক: প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি কবি খন্দকার আব্দুল মান্নানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক এডভোকেট নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ওলামা লীগের সভাপতি মাওলানা সোলায়মান।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার পরিচালনায় মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাহিত্য আসরের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আবুল বাহার, প্যাসিফিক গ্রুপের পরিচালক এ কে এম সুলাইমান ও খন্দকার আসাদুজ্জামান, ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, সমন্বয়ক ডা. মোবারক হোসেন খান, শিল্পী জহিরুল ইসলাম রোবেল, মাজহারুল ইসলাম, অর্ক প্রমুখ।
আলোচনা শেষে মরহুম খন্দকার আব্দুল মান্নানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, খন্দকার আবদুল মান্নান গত ২৫ জুলাই ইন্তেকাল করেন।