পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নাছির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার একটি রাইছমিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাছির উদ্দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ জেলা শহরে ঠিকাদারি কাজে গিয়েছিলেন তিনি। কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মাইজহাটি এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশা পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়ার আহুতিয়া তদন্দ কেন্দের উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।