অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: হাওরে কৃষক ও জেলেদের নিরাপত্তায় আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। অষ্টগ্রাম সদর ইউনিয়নের বড় হাওরের ধোপাবিলে এটি নির্মাণ করেছে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ।
হাওরে কর্মরত কৃষক ও জেলেদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রায় এক বছর আগে আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। গত বৃহস্পতিবার এটির নির্মাণ কাজ শেষ হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করায় স্থানীয় কৃষক ও জেলেরা বর্ষা মৌসুমে ঝড়, তুফান ও বজ্রপাতের সময় এখানে আশ্রয় নিতে পারবেন। দুতলা বিশিষ্ট আশ্রয়ণ কেন্দ্রের দ্বিতীয় তলায় বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করা হয়েছে। ফলে শুকনো
মৌসুমেও পানি সংকটের সময় এখান থেকে বিশুদ্ধ পানি পাবেন তারা।
ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, গত বছর ফেসবুকে উত্তরবঙ্গে এমন একটি প্রকল্পের বিষয় দেখে তিনি উদ্বুদ্ধ হন। অষ্টগ্রামে প্রকল্পটি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু বাস্তবায়নে মোট খরচ হয় ৭ লাখ ২৩ হাজার টাকা। বাড়টি ২ লাখ ২৩ হাজার টাকা চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করেছেন বলে জানান তিনি।
কিশোরগঞ্জের হাওর এলাকা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর কেন্দ্রিক এমন প্রকল্প এটিই প্রথম বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। হাওরের প্রতিটি ইউনিয়নে এমন উদ্যোগ গ্রহণ করা হলে কৃষক ও জেলেরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে বলে মনে করেন তিনি।
অষ্টগ্রাম সদর ইউনিয়নের মৎস্যজীবি নোয়াব মিয়া ও আব্দুল ওয়াহেদ বলেন, আমরা জেলেরা বর্ষাকালে বিশুদ্ধ পানি পাইনা এবং হটাৎ ঝড় তুফান শুরু হলে আশ্রয়
নেওয়ার জায়গা পাইনা। এখন আমরা আশ্রয়ের পাশাপাশি বিশুদ্ধ পানিও পাবো। এমন উদ্যোগ হাওরের সব এলাকায় হওয়া উচিত বলে মনে করেন তারা।