হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-১ (সদর, হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি হোসেনপুরে করোনার গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন।
শনিবার সকালে সাহেদল ইউনিয়ন পরিষদে তিনি টিকাদান কার্যক্রম উদ্বোধন করে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন, যা অনেক উন্নত দেশের পক্ষেও সম্ভব হয়নি। টিকা নিয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, সাহেদল ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার নান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়াইবাড়িয়া সদর দাখিল মাদ্রাসায় পণ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
শনিবার প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।