অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। এ সময় একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও মাদক বিক্রির নগদ চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল শনিবার রাত ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহামড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব। এ সময় একটি ট্রাকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মৃত মন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৪), সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে কাউসার মিয়া (৪৫) ও একই গ্রামের আনু মিয়ার ছেলে জয় মিয়া (১৯)।
পরে রাত পৌনে ১২ টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানে ৩৭ কেজি গাঁজাসহ নেকবর হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির চার হাজার ৫০০টাকাও জব্দ করা হয়। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সাবের বাজার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। কামাল মিয়ার পালিত পুত্র হিসেবে তিনি পরিচিত।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে এনে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।