করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের চার উপজেলার সংযোগস্থল বড় হাওর। বুরো ধান উৎপাদনের জন্য পরিচিত এই হাওর। কয়েক হাজার কৃষক বড় হাওরকেন্দ্রিক বুরো ধানের ওপর নির্ভরশীল।
করিমগঞ্জ, নিকলী, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদরের কিছু অংশ নিয়ে গঠিত বড় হাওর। যুগ যুগ ধরে এই হাওরে কৃষকরা ধান চাষ করলেও রাস্তা নিয়ে তাদের কষ্টের সীমা নেই। পুরো রাস্তা জুড়ে ছোট বড় গর্ত অনেক। তার ওপর বৃষ্টি হলেই হাটুসমান কাদায় ভরপুর থাকে। হাটু পরিমাণ কাদা মাড়িয়ে হাওর থেকে কাটা ধান গোলায় তুলতে হয় কৃষককে। ভ্যানে করে আনতে গিয়ে ভ্যান উল্টে দুর্ঘটনা ঘটেছে অনেক। রাস্তাটি পাকা করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। ফলে এ রাস্তাটি এলাকাবাসীর ‘দুঃখ’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
কদমতলী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইয়াসির আরাফাত বলেন, বড় হাওরের এই রাস্তাটির কারণে কৃষকদেরকে যে কত কষ্ট পোহাতে হয়, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেনা। তিনি আরও জানান, এই রাস্তাটি পাকা করার জন্য সরকারের বহু দপ্তরে ধর্না দিয়েছেন তিনি। কিন্তু কোন কাজ হয়নি। সংসদ সদস্য এডভোকেট মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এলাকাবাসীর দুঃখ কষ্টের ভাগিদার হয়ে এমপি মহোদয় রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়ায় সবাই আনন্দিত।
শনিবার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী বাজার থেকে দক্ষিণ নানশ্রী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ, তাড়াইল) আসনের সংসদ সদস্য এডভোকেট মুজিবুল হক চুন্নু। রাস্তাটি নির্মাণে ব্যয় হবে ৭০ লক্ষ টাকা। করিমগঞ্জ উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এই রাস্তাটি ছাড়া আরও বেশ কয়েকটি উন্নয়কমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সংসদ সদস্য। এগুলো হল এক কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নোয়াবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ঝাউতলা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা, ৪০ লাখ টাকা ব্যয়ে কুমুরিয়া মসজিদ থেকে জহিরাবাদ পর্যন্ত পাঁচশ মিটার রাস্তা, ৭০ লক্ষ টাকা ব্যয়ে রৌহা বটতলা থেকে চারিতলা পর্যন্ত ৪০ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর এবং ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুতারপাড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় এলাকাবাসী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন কাজী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলাল, ডা. আশরাফ উদ্দিন, বালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদুজ্জামান রতন, কিশোরগঞ্জ জেলা মাদকবিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।