হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার বিস্তার রোধে বিধি–নিষেধ আরোপে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে শিশুখাদ্য তুলে দেন কিশোরগঞ্জ–১ (সদর, হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
হোসেনপুর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
আপনার মন্তব্য করুন