হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার টিকাদান কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
শনিবার দিনব্যাপী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তারা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান বেগম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরুজ্জামান জানান, হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে তিনটি বুথ এবং পৌরসভার কেন্দ্রে তিনটি বুথ রয়েছে। পৌরসভা এবং ইউনিয়ন মিলে রয়েছে মোট ২১টি বুথ। প্রতিটি বুথে তিনজন করে মোট ৬৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। প্রতি তিনজন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
টিকাকেন্দ্রে প্রথম দিন উপচে পড়া ভিড় সামাল দিয়ে প্রশংসিত হয়েছেন তারা।
আপনার মন্তব্য করুন