নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলায় তৃণমূল পর্যায়ে শনিবার প্রথম দিন সাইনোফার্মের প্রথম ডোজ গণটিকা নিয়েছেন ৬৯ হাজার ১১৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৭৮ জন। গত ১৯ জুন থেকে এ নিয়ে সাইনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮০২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ১৩ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৬৯ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৬৬৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১ হাজার ২৫০ জন।
সূত্রে আরও জানান, ভ্যাক্সিনের জন্য গত ২৪ ঘন্টায় রেজিস্ট্রেশন করেছেন ১৪ হাজার ৮৫৮ জন। আর এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মোট ২ লক্ষ ৫৮ হাজার ৮০২ জন।
আপনার মন্তব্য করুন