কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে অসহায়, দরিদ্র শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিম বাগরাইট, ভোগপাড়া, কটিয়াদী পূর্বপাড়া, পশ্চিমপাড়া, চড়িয়াকোনা, বেথইর, গোয়াতলা, মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া, আচমিতা ইউনিয়নের চারিপাড়া, জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া, উত্তর চরপুক্ষিয়া, ফেকামারা গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেককে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল ও ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়।
খাদ্য সহায়তা পেয়ে কটিয়াদী পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধা কেলু বানু বলেন, এ বয়সে কাম কাজ করতারিনা। খাওন যোগার করতারিনা। তোমডার চাইল, ডাইল দিয়া কয়ডা দিন খাইতারবাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, এ পর্যন্ত এক হাজার ৮০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ উত্তরণ না হওয়া পর্যন্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম ছাড়াও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, সাকিবুল হাসান সোহাগ, ইনজাম আহমেদ জিয়ন, একেএম মুশফিকুর রহমান রবিন, রাসেল আহমেদ, সাগর আহমেদ, কাওসার আহমেদ রানা, মাহমুদুল হাসান হৃদম প্রমুখ উপস্থিত ছিলেন।