অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক অভিযানে ২২ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাক-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব। এ সময় একটি পিকআপ ভ্যানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির তিনহাজার টাকাও জব্দ করা হয়। তারা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার ধামনা গ্রামের শরীফ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), শ্রীবর্দী উপজেলার বন্ধ ধাতয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে শামীম মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা গ্রামের মৃত আতশ আলীর ছেলে ছাইদুল ইসলাম (৪১)।
এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর র্যাব একই স্থানে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকার মৃত হারুন মিয়ার ছেলে জীবন মিয়া (২২) ও জগন্নাথপুর (দক্ষিণপাড়া) এলাকার সিদ্দিক মিয়ার ছেলে সোলাইমান মিয়া (২৬)। তাদের কাছ থেকে মাদক বিক্রির তিনহাজার টাকাও জব্দ করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘীদন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।