ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতার জন্মদিনে পাকুন্দিয়ায় সাত নারী পেলেন সেলাই মেশিন

প্রতিবেদক
-
আগস্ট ৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মদিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাতজন দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়াও দুজন অসহায় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আড়াই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত প্রমুখ।

এর আগে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য করুন