ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় সাতজন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহাম্মদ, একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক আলী আকবর, উপজেলা সহকারী প্রোগ্রামার মহিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন