ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় রবিবার ধনু নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চাইনিজ ম্যাজিক দুয়ারী জাল জব্দ করা হয়। পরে আগুন দিয়ে এগুলো ধ্বংস করা হয়।
ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ধনু নদী থেকে নিষিদ্ধ জাল দিয়ে পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করছিল। এর পরিপ্রেক্ষিতে রবিবার অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহাম্মদ, থানার উপ পরিদর্শক মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় দুই জেলেকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।