নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে ১০ সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “নিকলীর আলো অক্সিজেন ব্যাংকের“। করোনা রোগীদের সেবার লক্ষ্যে নিকলীর আলো ফেসবুক গ্রুপের উদ্যোগে সোমবার এর উদ্বোধন করা হয়।
বেলা ১১ টায় নিকলী ফ্রেন্ডস ফোরাম কার্যালয়ে “নিকলীর আলো অক্সিজেন ব্যাংক” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিক জামান। নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, আবাসিক মেডিকেল অফিসার সালাউদ্দিন আকবর, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. বদরুল মোমেন মিঠু ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ।
কামরুল হাসান ও এ.এস.এম আছাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা নিকলীর আলো পরিবার ও ডোনারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা মহামারীতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে নিকলীর আলোর এই উদ্যোগটি শ্বাসকষ্টের রোগীদের জন্য আশির্বাদস্বরূপ। নিকলীর আলো অক্সিজেন ব্যাংক গঠনে যারা ডোনেশন করে মানব সেবায় অবদান রাখছেন তাদের প্রশংসা করেন বক্তারা।
নিকলীর আলোর সমন্বয়ক হিমেল আহমেদ বলেন, মানবিক সেবামূলক কাজের মাধ্যমে মানুষের উপকার করা যে কত আনন্দের সেটা ভাষায় বুঝিয়ে বলা যাবেনা, সেটা উপলব্ধির বিষয়। তিনি বলেন, মানবিক কাজে এই অক্সিজেন ব্যাংক হবে আমাদের প্রেরণার উৎস।
কার্যক্রমের উদ্যোক্তা কামরুল হাসান বলেন, শ্বাসকষ্টের রোগীদের কাছে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম। সমাজের বিত্তশালীদের সহযোগিতায় গঠিত “নিকলীর আলো অক্সিজেন ব্যাংক“। অক্সিজেন সরবরাহের জন্য হটলাইন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুল রশিদ, শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফিউদ্দিন, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদরাসার সুপার মো. মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কফিল উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. কফিল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মানিক মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান, মো. আল আমিন, মামুন, নাঈম, ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিকলীর আলোর স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা।