পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর। নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, আওয়মী লীগ নেতা অধ্যাপক আতাউর রহমান সোহেলসহ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ ম্যুরাল ভাঙার তীব্র প্রতিবাদ করে বলেন, সৈয়দ আশরাফ ভাইয়ের ম্যুরালে আঘাত করা মানে আওয়ামী লীগের অনুভূতিতে আঘাত করা। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে দুর্বৃত্তরা সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর করে। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দিনই বিকালে পুলিশ অভিযান চালিয়ে পারভেজ নামে একজনকে গ্রেফতার করে।