অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ৪৪ কেজি গাঁজাসহ নূর ইসলাম (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। নূর ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টাং জামালপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে টাং জামালপুরে অভিযান চালায় র্যাব। এ সময় ৪৪ কেজি গাঁজা ও একটি মোবাইল সেটসহ নূর ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন