পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সাথে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু ও সাধারণ সম্পাদক আফছার আশরাফীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইএনওকে সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশলাদি বিনিময় করেন।
পাকুন্দিয়ার সাবেক ইউএনও মো. নাহিদ হাসান গত ১৯ মার্চ বদলী হন । সেই থেকে সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
সাবেক ইউএনও বদলী হওয়ার প্রায় সাড়ে চার মাস পর নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রোজলিন শহীদ চৌধুরী । এর আগে ২৯ জুলাই তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। চাকুরিতে পদোন্নতি হয়ে এই প্রথম ইউএনও হিসেবে পাকুন্দিয়া উপজেলায় যোগদান করলেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে ঢাকায় নিরাপদ খাদ্য অধিদপ্তর বদলি করা হয়।
নবাগত ইউএনও রোজলিন শহীদ চৌধুরী ৩৩তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকুরি জীবনে প্রবেশ করেন। তিনি ২০১৪ সালের ১০ আগস্ট প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কিছুদিন কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও কর্মরত ছিলেন।
সবশেষ তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার পৈত্রিক বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।