নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জনবীমার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ও ময়মনসিংহের নতুন এরিয়া প্রধান সিরাজ-উদ-দৌলা।
ডেপুটি এরিয়া ইনচার্জ মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী রিজিওনাল ইনচার্জ মোস্তফা কামাল, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এ.কে.এম জহিরুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে দেশপ্রেমের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বীমার কর্মীদেরকে সততার সাথে কাজ করে মানুষের মন জয় করার পরামর্শ দেন। আগামী দিনে ব্যবসায়ীকভাবে কিশোরগঞ্জ শ্রেষ্ঠ জেলা হিসেবে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জনবীমার কর্মী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।